ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

নরসিংদীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক শিশু মেলা উপলক্ষে র‌্যালি

নরসিংদী প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ মে ২০২২ ০৩:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

নরসিংদী জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের আওতায় শিশু মেলা উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। মেলায় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশ গ্রহন করেন।

উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে অনুষ্ঠিত শিশু মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাদেক, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. সাইফুল আলম প্রমূখ। পরে শিশু মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।