ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

নানিয়ারচরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার

নানিয়ারচর প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ০৮:১০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

নানিয়ারচর উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার। নানিয়ারচর থানা সূত্রে জানা গেছে, ( ২৬ নভেম্বর ) শুক্রবার ভোর চারটায় গোপন সংবাদের  ভিত্তিতে বন্ধুকভাঙ্গা এলাকার ত্রিপুরাপাড়ায় যৌথ  অভিযান চালিয়ে অস্ত্র  গোলাবারুদসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী ।

 

এ সফল অভিযানে  পাওয়া গেছে ৭.৬২ মি:মি একে-৪৭,ম‍্যাগাজিনসহ ১৮ রাউন্ড এ‍্যামুনেশন,একটি ৭.৬৫ মি:মি অটোমেটিক পিস্তল (চায়না)ম‍্যাগাজিনসহ ২ রাউন্ড এ‍্যামুনেশন,একটি দেশি এলজি,২রাউন্ড কার্তুজ,একটি ওয়াকিটকি ৩টি ইউপিডিএফ মূল দল এর পোশাক,একটি কালো  ব‍্যাগ,একটি রাইজিং স্টার ম‍্যাগাজিন,একটি সীম দ্বারা পরিচালিত ল‍্যান্ড ফোন, দুইটি মোবাইল ফোন,তিনটি চাদা আদায় বই,দুইটি ডায়েরী,চারটি জাতীয় পরিচয় পত্র,নগদ দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশত আঠার টাকাসহ আটত্রিশটি দেশি-বিদেশী মুদ্রা।

 

এদিকে নানিয়ারচর সেনা সূত্র থেকে জানা গেছে,এই অভিযান পার্বত‍্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত‍্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব‍্যাহত রাখবে।

 

এদিকে ২৬শে ডিসেম্বর সামনে নির্বাচনকে অস্থিরতা সৃষ্টির জন‍্য পাহাড়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে যাচ্ছে,অন‍্যদিকে স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন,পাহাড়ে  ধারাবাহিকভাবে  যৌথ অভিযান চলমান রাখতে হবে।নতুবা আবারো ঝরতে পারে রক্ত।