নিখোঁজের ৮ মাস পর আলমগীর হোসেনকে উদ্ধার করলো পুলিশ। শেরপুরের শ্রীবরদী থানার পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকা হতে তাকে উদ্ধার করে। গতকাল বুধবার উদ্ধার হওয়া আলমগীর হোসেনকে তার স্ত্রী শিল্পী আক্তার ও পরিবারের হাতে তুলে দেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। এই ঘটনায় নিখোজ স্বামীকে ফিরে পেয়ে স্ত্রী শিল্পী আক্তারসহ তার পরিবারের লোকজন খুশি।
শিল্পী আক্তার জানান, প্রায় ১৭ বছর আগে শ্রীবরদী বাজারের বাসিন্দা সুজা মেম্বারের মেয়ে শিল্পী আক্তারের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী ভেলুয়া ইউনিয়নের শিমুলচুড়া গ্রামের মীর ইব্রাহিমের ছেলে আলমগীর হোসেনে। বিয়ের পর দাম্পত্য জীবনে এক ছেলে সন্তানের মা হয় শিল্পী আক্তার। সুখেই ছিল তারা। ২০২১ সালের নভেম্বর মাসের ২১ তারিখে রহস্যজনক কারণে স্থানীয় বাজারের যাবার কথা বলে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেছেন তিনি ও তার পরিবারের লোকজন। কোথাও তাকে খোজে পায়নি।
অবশেষে গত জুলাই মাসের ১৯ তারিখে শ্রীবরদী থানায় একটি সাধারন ডায়েরী করেন। এরপর থেকেই পুলিশ শুরু করেন তদন্ত। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই মো. রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এক পর্যায়ে গাজীপুরের জয়দেবপুরের ভবানীপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় ।
শিল্পী আক্তার বলেন, আমার স্বামী হারানোর পর আমি বাপের বাড়ি চলে আসি। এক সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন আমার স্বামীকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, থানায় সাধারণ ডায়েরি করার পর থেকেই তাকে সন্ধান করা হচ্ছে। অবশেষে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আজ উদ্ধার হওয়া আলমগীর হোসেনকে তার স্ত্রী শিল্পী আক্তার ও পরিবারের লোকজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। পরিবারটি নিখোজ আলমগীর হোসেনকে পেয়ে স্বস্তির নি:শ্বাস ফেলছেন।