নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনকারীদের বাঁধা দেয়ায় ৪ বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করা হয়েছে।
গত শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর কুটিপাড়ায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে এলাকাবাসী মোক্তার হোসেন জানায়, একই ইউনিয়নের কয়েকজন মাদকসেবী তাদের গ্রাম থেকে অন্য গ্রামে এসে নির্জন স্থানে প্রায়ই সময় রাতে মাদক সেবন করতো। ওই দিন তিনজন মাদক নিয়ে পাশের গ্রামে এসে তা সেবন করছিল। এ সময় এলাকার কয়েকজন যুবক তাদেরকে বাঁধা দিলে মাদক সেবনকারীরা বাঁধা প্রদানকারী যুবকদেরকে চর থাপ্পর মারে।
এরপর এলাকার কয়েকজন লোক একত্রিত হয়ে তাদেরকে শাসন করতে গেলে মাদক সেবীরা নিজে নিজেই মারপিট করে আহত হয়। পরে আহত ছোট বাবুকে (২৫) নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আহতের চাচাতো ভাই সেলিম ও আনিচ এর নেতৃত্বে প্রায় শতাধিক লোক দলবদ্ধ হয়ে কুরবান আলী, খুরশীদা বেগম, রফিকুল ইসলাম ও তোফাজ্জল হোসেনের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে। পরে কুরবান আলীর বাড়ী থেকে তার একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে এলে লুটপাটকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে কুরবান আলী জানান, মাদক সেবীদের বাঁধা দেয়ায় তারা আমার বাড়ী লুটপাট করে একটি মোটরসাইকেল নিয়ে যায়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত সেলিম ও আনিচ বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে