ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে জামায়াত নেতাদের পাশে পেয়ে দোকান খুললেন ব্যবসায়ীরা

নড়াইল প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ অগাস্ট ২০২৪ ০৫:৪২:০০ অপরাহ্ন | খুলনা

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারের জুয়েলার্স দোকানসহ বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর অবশেষে আজ সকাল থেকে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন সবাই। বৃহস্পতিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খোলেন ব্যবসায়ীরা। জামায়াত নেতাদের পাশে পেয়ে খুশি হন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়ব্দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জুয়েলারী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক চঞ্চল কুমার রায়, হিন্দু ধর্মীয় নেতা দিলীপ কুমার, নড়াইল সদর উপজেলা আমির হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, সেক্রেটারি আবদুর রহিম, নায়েবে আমির রেজাউল ইসলাম, নড়াইল পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বিলাল হোসেন, ইমান আলী, ফরহাদ হোসেন, রুহুল আমিনসহ অনেকে।  

 

ব্যবসায়ীরা জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর নিরাপত্তার অভাবে অজানা শংকায় বেশির ভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন তারা। আজ জামায়াত নেতাদের আশ্বাসে দোকান খোলেন তারা। 




সবচেয়ে জনপ্রিয়