ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

পাবনায় শামীম হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

পাবনা প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৩ জানুয়ারী ২০২২ ০৪:৪০:০০ অপরাহ্ন | গণমাধ্যম

পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচন পরবর্তি সহিংসতায় আওয়ামীলীগ নেতা শামীম হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু, নিহত শামীমের পিতা নূর আলী প্রামানিক, আ.লীগ নেতা আব্দুল মতিনসহ অনেকে।
বক্তরা বলেন শামীম হত্যাকান্ড মামলায় কয়েকজন গ্রেফতার হলেও মুল আসামীরা এখনো গ্রেফতার হয়নি। এলাকাতে খুন রাহাজানী ও মাদকের আখড়ায় পরিনত করা এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী তারিকুল আলম নিলু ও তার ছেলে ইমরানের নেতৃত্বে নির্বাচন পরবর্তি সহিংসতায় আওয়ামীলীগের স্থানীয় নেতা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক শামীম হোসেন গুলিতে নিহত হয়।