ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

পিরোজপুরে ২ রোহিঙ্গা যুবক আটক

পি‌রোজপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ০১:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

পিরোজপু‌রের না‌জিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২২ ডিসেম্বর) রাতে উপ‌জেলার না‌জিরপুর-ঢাকা মহাসড়‌কের চিথ‌লিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে মনির আলম (৪০) এবং একই ক‌্যা‌ম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শ‌ফিক (২১)। 

পিরোজপুর জেলার অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ব‌লেন, এরা কি উদ্দেশ্যে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নি‌শ্চিত করা যা‌চ্ছে না। ত‌বে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কা‌দের মাধ‌্যমে এখা‌নে এসে‌ছে এবং কেন আস‌ছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে