ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে কাঠাল পাড়া নিয়ে নুরুল ইসলাম মাতুব্বর(৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে, পিটিয়ে গুরুত্ব আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে আহত নুরুল ইসলাম মাতুব্বরের বসত বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, নুরুল ইসলাম মাতুব্বর তার বাড়ির সামনে রাস্তায় তার লাগনো কাঠাল গাছ থেকে থেকে পাকা কাঠাল পাড়তে গেলে প্রতিবেশী শুকুর মাতুব্বর (৭০),ইকরাম মাতুব্বর (৪০) সুমন মাতুব্বর(২৫),মকলেস মাতুব্বর(২০) উভয় পিতা শুকুর মাতুব্বর, সজিব মাতুব্বর (২০) পিতা - ইকরাম মাতুব্বর, নাহিদ মাতুব্বর (২২)পিতা - গফ্ফার মাতুব্বর সর্ব সাং -বাউতিপাড়া গংরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন।
আহত নুরুল ইসলাম মাতুব্বরের ভাই আবুল মেম্বার বলেন. কাঠাল পাড়তে গেলে তারা আমার ভাইকে পিটিয়ে,কুপিয়ে আহত করে। আহত অবস্থায় ভাইকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করি।এ ঘটনায় থানায় মামলা করবেন বলে তিনি জানান।
তবে এ ব্যাপারে অভিযুক্ত শুকুর মাতুব্বর এর বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মো.মিরাজ হোসেন বলেন,বাদীপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সাপেক্ষ মামলা ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।