ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : রবিবার ১২ জানুয়ারী ২০২৫ ০১:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে নগরকান্দার বাশাগাড়ি এলাকায় কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মীম পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত আহত হয়। এ সময় বাসে থাকা ৩০ যাত্রী আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনও নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি করে উদ্ধার কার্যক্রম শেষ হয়। ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। দুজনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

বায়ান্ন/এসএ