ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

ফলিককে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকেও বহিষ্কার

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শুক্রবার ৪ মার্চ ২০২২ ০৩:০৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, গত বছরের ৩ ডিসেম্বর সিলেট সার্কিট হাউজে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান সভাপতি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজান খান এমপি এবং সাধারণ সম্পাদক ওসমান আলীসহ অন্য নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য এবং গত বছরের ১৮ অক্টোবর সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী প্রমুখ নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য করেন।

এছাড়াও সম্প্রতি (গত ১ মার্চ) গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটিতে শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কতিপয় শ্রমিক দিয়ে ওই উপ-কমিটির কার্যালয় তালাবদ্ধ করে অস্ত্র-শস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলার পায়তারা করেন ফলিক। এর ফলশ্রুতিতে ইউনিয়নের কার্যকরী পরিষদের সভায় গত বুধবার (২ মার্চ) এবং প্রত্যেক উপ-কমিটির সমন্বয়ে অদ্য বৃহস্পতিবারের সভার (৩ মার্চ) সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে অত্র ইউনিয়নের সংবিধানের ৭-এর ক, খ ও ২৬নং ধারা মোতাবেক ইউনিয়ন হইতে বহিস্কার করা হয়।