দেশব্যাপী বিএনপি, জামাতের অবৈধ ৫ম দফা অবরোধ কর্মসূচি বিরুদ্ধে (বুধবার) শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হত্যা, জ্বালাও, পোড়াও, আগুন সন্ত্রাস, সহিংসতা ও অবৈধ অবরোধ কর্মসূচির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ বুধবার (১৫ নভেম্বর)আলম এশিয়া বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সভা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডঃ আব্দুর রাজ্জাক,উপজেলার সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া,অধ্যাপক আবুল হোসেন,সাবেক কমান্ডার এবি সিদ্দিক,আঃলীগ নেতা এটিএম মহসীন শামীম,যুবলীগের সাইফুল আলম কাজল,তাঁতী লীগের আহবায়ক চান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে প্রমুখ।