ফেনী জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে জেলার নানাবিধ উন্নয়ন সমৃদ্ধ ও সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করেন।
আলোচনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা, রাজাঝি দিঘির পাড়ের দোকান থেকে প্রতিদিন লক্ষটাকা চাঁদা আদায় বন্ধ করা, ফুটপাত মুক্ত করা, শহরের যানযট নিরসন করা, মাদক নির্মুল করা, বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করা, রাস্তা ঘাটের উন্নয়ন, মুছাপুর রেগুলেটর পূণ নির্মাণ, শীতের মৌসুমে জমির টপ সয়েল না কাটার ব্যাপারে সিদ্ধান্ত হয়, পৌরসভায় ড্রেন গুলো দখল মুক্ত করা, বাজার দর মনিটরিং করা, ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবা গুলো দ্রুত সম্পন্ন করা, জেলা ক্রীড়া সংস্থা অফিস থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা, জেলা হেড কোয়ার্টারের সামনে থেকে মাছের আড়ৎ অন্যত্র অপসারণ, ১নং খাস খতিয়ানের জমি লিজ নিয়ে বহুতল ভবন নির্মাণ কি ভাবে হল খতিয়ে দেখাসহ নানা বিষয় আলোচনা হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসমাঈল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হান মেহবুবসহ জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।