বগুড়ার ধুনটে অবৈধভাবে ১ টনের অধিক চাল মজুদ করার দায়ে মেসার্স বর্ণ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। বুধবার বেলা ১২টায় ধুনট বাজার ও অফিসারপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।
অভিযানকালে অফিসারপাড়া এলাকায় লাইসেন্স বিহীন ভাবে অবৈধ ভাবে চাল মজুদ করায় মের্সাস বর্ণ ট্রেডার্সের মালিক সাহা সঞ্জিব কুমার কে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিাত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, ভারপাপ্ত অসি এলএসডি নুরে আলম সিদ্দিকী।
এসময় উপেজলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত বলেন, লাইসেন্স বিহীনভাবে যে কোন ব্যক্তি ১ টন পর্যন্ত চাল মজুদ করে রাখতে পারবে তবে এর বেশি কেউ মজুদ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।