ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বগুড়ার ফুলদীঘি মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ আবুল কালাম নিখোঁজ

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৫ নভেম্বর ২০২৩ ০৪:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদীঘি মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ আবুল কালাম আজাদ (৫১) বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। গত ৩ নভেম্বর ভোর ৫টায় বাড়ি থেকে বের হয়ে মসজিদে যায়। এরপর আর বাড়ি ফিরে না আসলে তাঁকে অনেক খোঁজা খুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নেয়া হয়েছে। কোথাও তাঁকে পাওয়া যায়নি।

এব্যাপারে শাজাহানপুর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। তাঁর গায়ের রং ফর্সা এবং খাটো আকারের মানুষ। মুখে দাড়ি রয়েছে। এ দিকে তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে। সে বেঁচে আছে না মরে গেছে তা কেউ জানে না। হাফেজ মোঃ আবুল কালাম আজাদ এর সন্ধান পেলে শাজাহানপুর থানা, বগুড়া মোবাইল নং-০১৭২২৯০২৮১০ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান হল।