বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাকসু’র )প্রাপ্তন ভিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী আজ সকাল ৯টায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না----- রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বৎসর।
প্রয়াত হায়দার আলী বগুড়ার সর্বমহলে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও দীর্ঘ দিন ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি শিক্ষা ও সমাজ কল্যান মুলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৯১ সালে প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করে আওয়ামীলীগে যোগদান করেন। মৃত্যু কালিন সময় পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে নিরলস ভাবে কাজ করে যান।
তিনি হার্ড ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল আনুমানিক ৯টায় তিনি ওয়াশ রুমে গেলে হঠাৎ করেই তিনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই পুত্র , দুই মেয়ে , নাতী নাতনিসহ আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপশহর খেলার মাঠে তার নামাজের জানাজা শেষে নামাজগড় কবরস্থানে তাকে দাফন করা হবে।