ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় যমুনা নদীতে পানিতে ডুবে ভাই-বোন নিখোঁজ

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৮ এপ্রিল ২০২২ ১০:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নিরা খাতুন ও তার ভাই নিশান নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্ব পাশে চরবাটিয়া গ্রামের নিকট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, সারিয়াকান্দি পাইলট বালিকা উ”চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও চরবাটিয়া চরের মশিদুল সরকারের মেয়ে নিরা খাতুন (১৩) এবং  নিরার ভাই নিশান (৭) তাদের বাড়ীর পশ্চিম পাশে দুপুরে যমুনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় নিশানকে পানিতে ডুবে যেতে দেখে তার বোন নিরা নিশানকে বাঁচতে গেলে ভাই বোন দুজনেই পানিতে ডুবে নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শী চরবাটিয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, খেয়ার নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় নদীতে হাত ডুবে যেতে দেখে নৌকা থেকে ৩জন নেমে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছি। কিš‘ উদ্ধার করতে পারিনি। 

এব্যাপারে ¯’ানীয় ইউপি সদস্য রিপন মাহমুদ বিতান জানান, যমুনা নদীতে নিখোঁজ ভাই বোনকে উদ্ধারের জন্য সেখানে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করা হ”েছ। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ করিম জানান, যমুনায় নিখোঁজ ভাই বোনকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরী দল রওনা হয়েছে।