ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বগুড়ায় বঙ্গবন্ধু নৌকাবাইচ এর ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ৯ অক্টোবর ২০২২ ০২:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর


 বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে বঙ্গবন্ধু নৌকাবাইচ প্রতিযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাটশেরপুর বঙ্গবন্ধু নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির উদ্যোগে বলাইল গ্রামের নিকট যমুনা নদীতে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয়া ৩টি নৌকার মধ্যে তীব্র প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ সরদারপাড়া একাত্তর বিজয় নৌকা। যৌথ ভাবে ২য় স্থান অধিকার করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কয়লাকান্দি হাওয়ার তরী নৌকা ও সারিয়াকান্দি উপজেলার বলাইল গ্রামের যমুনা এক্সপ্রেস নৌকা। ফাইনাল খেলা শেষে ১ম স্থান অধিকারী একাত্তর বিজয় নৌকাকে  পুরষ্কার হিসেবে ১টি ১০০ সিসি মোটর সাইকেল প্রদান করা হয়। ২য় পুরস্কার ১টি ফ্রিজ,৩য় পুরস্কার ১টি টিভি এবং ৪র্থ পুরষ্কার হিসেবে রাখা হয় ১টি ছাগল। উক্ত পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। সন্মানিত অতিথির বক্তব্য রাখেন,উক্ত নৌকাবাইচ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন,সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। হাটশেরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিয়ার রহমান মতির সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন,চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেউজ্জামান রাসেল প্রমুখ।