ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৪ জানুয়ারী ২০২২ ০৮:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ কার্যকর করতে মাঠে নেমেছে বগুড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার ও শুক্রবার শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগন অভিযান পরিচালনা করেন। তারা সবাইকে  মাস্ক পরাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

বৃহস্পতিবার শহরের সাতমাথা, বিভিন্ন মার্কেট ও বিপনি বিতানে গিয়ে স্বাস্থবিধি অনুসরণের আহ্বান জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন ও পাপিয়া সুলতানা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটগন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সদর থানার ওসি সেলিম রেজা শহরের সাতমাথায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং সকলকে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান। শুক্রবার সন্ধায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা ও আতাহার শাকিল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় মাস্ক না পড়ায় কয়েকজনকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেটগন। তারা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।