ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৭ অগাস্ট ২০২২ ০৬:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্য এই অভিযান পরিচালনা করে টিম ডিবি।

জানা গেছে, শক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সদরের সরলপুরের মোঃ আলমগীরের পূর্ব দুয়ারী বসতবাড়ি উঠান হতে ৬০ বোতল ফেন্সিডিলসহ বড়সরলপুরের মোঃ আলমগীর হোসেনের পুত্র মোঃ হেলাল উদ্দিন(৩৫) গ্রেফতার করে।

অন্যদিকে সোয়া ৭টার দিকে টিম ডিবির অন্য একটি দল বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে নুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জেলার শাজাহানপুর বয়রাদীঘি রানীরহাটের নজরুল ইসলামের পুত্র মোঃ মিনহাজ্ব ইসলাম (৩৫) গ্রেফতার করে।

ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।