ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

বগুড়ায় মাস ব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ মে ২০২২ ১২:২১:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়া শহরের ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে মাস ব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বগুড়া কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ সরকারী কর্মচারী পরিষদ বগুড়া জেলা প্রশাসক কার্যালয় আয়োজিত সোমবার বিকেলে কবুতর ও বেলুন উড়িয়ে দিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী। 

পরে মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহেমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী শান্ত, কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর আলহাজ¦ শেখ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, শেষে ৪০ জন পুঙ্গ ও অসুস্থ সদস্যদের মাঝে অনুদান বিতরণ করা হয়। মনিপুরী তাঁতী শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশন সার্বিক ব্যবস্থাপনায় মনিপুরী এই মেলা মাসব্যাপী চলছে।