ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

বগুড়ায় মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৩ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ ০৪:১৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 

বগুড়ায় পুলিশ মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে মোবাইল ফোন ও ছিনতাইকরা ফোনের যন্ত্রাংশসহ গ্রেফতার করেছে। এরা হলো-নুর কবির শাকিল(২৪),স্বাধীন(২০) ও সাদী আব্বাস(২০)। এই ছিনতাইকারী চক্র অভিনব কৌশলে আইফোনসহ বিভিন্ন দামি মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে অনলাইন প্লাটফরমে বিক্রি করে আসছিলো।

রবিবার রাতে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার হয়। সোমবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এ বিষয়ে প্রেসব্রিফিং করেন। পুলিশ জানায়,কখনো খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ক্রেতা আবার কখনো মোবাইল বিক্রির কথা বলে অভিনব কায়দায় এই চক্রটি মোবাইল ফোন ছিনাতাইসহ ঢাকার মোবাইল চোর চক্রের সঙ্গে চোরাই মোবাইলের ব্যবসা করে আসছিলো। বিষয়টি পুলিশের নজরে আসলে পুলিশ গোপনে নজরদারী করা শুরু করে। এই চক্রটি ছিনতাই ও চুরি হওয়া মোবাইল বিক্রির জন্য অনলাইন প্লাট ফরমও ব্যবহার করে আসছিলো। তারা এক মোবাইলের যন্ত্রাংশ দিয়ে অন্য মোবাইল সেট তৈরী এমনকি মোবাইলের আইইএমআই নম্বর পর্যন্ত পরিবর্তন করছিলো। দামি মোবাইলের সেটিং পরিবর্তন করে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল তারা বিক্রি করতো। রবিবার রাতে তাদের শাজাহানপুরের রানীরহাট এলাকা থেকে পুলিশ মটর সাইকেলসহ এই ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করে। পরে তাদের নিকট ৬টি আইফোন, ৩৩টি আইফোনের কেসিং ও ৬০টিআই ফোনের যন্ত্রাংশ এবং মোবাইল ফোন পাওয়া যায়।  এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।