বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন- বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত। কিন্তু মিডিয়ায় কর্মরত কিছু ব্যক্তি নানামুখী অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াতে তৎপর। তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে, আর অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ায়। এটা দেশর উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার সামিল। বর্তমান সরকার মনে করে সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন অত্যন্ত জরুরি। একারণে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। যেকোন সংকটে সাংবাদিকরা এখান থেকে সহায়তা পেতে পারবেন।
বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং বিএফইউজে'র নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক বান্ধব এই সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের বিষয় জনগণের মাঝে তুলে ধরে অপপ্রচার রোধ করতে হবে। সরকারের যেকোন কর্মকান্ডের যৌক্তিক সমালোচনা করলে কোন সমস্যা সৃষ্টি হয়না। কিন্তু প্রপাগান্ডা সৃষ্টি করলে তা হয় দেশবিরোধী। এমন কর্মকান্ড মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বগুড়া সাংবাদিক ইউনিয়নের ৮ সদস্য যথাক্রমে মুরশীদ আলম, আমিনুর রহমান মোহন, ফরহাদুজ্জামান শাহী, রাজু আহম্মেদ, বিধান চন্দ্র সিংহ, হাফিজা বীনা, আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল এবং শিবগঞ্জ উপজেলায় কর্মরত কামরুজ্জামান ও গাবতলীতে কর্মরত আল আমিন মন্ডলের নামে বরাদ্দকৃত ৮ লাখ ৫০ হাজার টাকার চেক হন্তান্তর করেন প্রধান অতিথি।