ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় স্কুল ছাত্র হত্যা মামলার রহস্য উন্মোচন॥ র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ৬ এপ্রিল ২০২২ ১২:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার কাহালু উপজেলায় দশম শ্রেনীর ছাত্র ফাহারুল ইসলাম বিজয়(১৮) হত্যাকান্ডের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার ও হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে র‌্যাব। বিজয়ের ব্যাটারী চালিত অটো ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়। গ্রেফতারকৃতরা হলো-রিজু(২২),আশাদুল ইসলাম(২০) ও শাবলু মিয়া সরকার(৪০)। র‌্যাব ছিনতাই হওয়া অটো ভ্যানের খন্ডিত অংশ উদ্ধার করেছে।

বগুড়ার গাবতলি উপজেলার সোনারায় ইউনিয়নের দশম শ্রেনীর ছাত্র বিজয় লেখাপাড়ার সঙ্গে সংসারে সহযোগিতা করার জন্য ব্যাটারী চালিত অটো ভ্যান চালাত। ৩০ মার্চ ভ্যান নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরের দিনে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি কালভার্টের নীচে তার লাশ পাওয়া যায়। থানা পুলিশের সঙ্গে র‌্যাবও আালোচিত এই হত্যামামলার আসামীদের ধরার চেস্টায় গোয়েন্দা নজরদারী শুরু করে। র‌্যাব বগুড়া ক্যাম্প এক পর্যায়ে এই হত্যাকান্ডে জড়িত একজনকে চিহ্নিত করতে সক্ষম হয়। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, সোনাতলা উপজেলার রিজু নিহত বিজয়ের পুর্বপরিচিত ছিলো। সোমবার রাতে র‌্যাব চট্ট্রগ্রামের সিতাকুন্ড এলাকা থেকে পলাতক রিজুকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সে র‌্যবকে জানায়, রিক্সা ভ্যাান ছিনতাইয়ের জন্য সে এক সহযোগীকে নিয়ে  হত্যাকান্ডের ৭দিন পুর্বে  পরিকল্পনা করে। সে অনুযায়ি ভাড়ার নামে বিজয়কে কৌশলে প্রথমে দুপচাঁচিয়া উপজেলায় নিয়ে যায় তারা । সেখান থেকে কাহালুতে এনে উপর্যপরী ছুরিকাঘাত করে হত্যার পর ভ্যান ছিনতাই করে তারা পালিয়ে যায়। পরে সেটি আশাদুল ও শাবুলর নিকট ৯ হাজার টাকা বিক্রি করা হয়। রিজুকে গ্রেফতারের পর তার দেয়া  তথ্যানুযায়ি মঙ্গলবার ভোরে বগুড়া সদর এলাকা থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে। তবে রিজুর অপর সহযোগী পলাতক রয়েছে বলে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়। তাকেও গ্রেফতারের চেস্টা চলছে।