ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ১৯ অক্টোবর ২০২২ ০২:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর


 সাবেক স্ত্রীকে হত্যা মামলায় বগুড়ায় সাবেক স্বামীসহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ হয়েছে। দন্ডাদেশ প্রাপ্তরা হলো- নিহত চায়না খাতুনের সাবেক স্বামী গোলাপ হোসেন ওরফে গোলাপ, মোঃ জিল্লুর রহমান ও ফরহাদ মন্ডল। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারদন্ডাদেশ দেয়া হয়। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত(১) বুধবার এই রায় দেন।
মামলা সুত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের দুবলা গ্রামের মাজেম মন্ডলের মেয়ে চায়না খাতুনের সঙ্গে পালাশন গ্রামের গোলাপ হোসেন ওরফে গোলাপের বিয়ে হয়। তবে গোলাপের পিতা জহুরুল বিয়ে মানতে অস্বীকার করেন। এতে বিয়ের ৯/১০ মাস পরে দুজনের বিয়ে বিচ্ছেদ হয়। এপিপি নাসিমুল করিম হলি জানান, পরে পারিবারিক এই ঘটনার জের ধরে চায়না নিখোঁজ হন। নিখোঁজের ১৫/১৬ দিন পরে ১৯৯৬ সালের ১৪ এপ্রিল পালাশন গ্রামের এক ব্যক্তির সেফটিক ট্যাংকের ভিতর থেকে চায়নার লাশ উদ্ধার ও থানায় মামলা দায়ের হয়। চায়নাকে বাড়ি থেকে তার সাবেক স্বামী ও অন্য আসামীরা ডেকে নিয়ে হত্যা করে। পুলিশ এই মামলায় চায়নার সাবেক স্বামী গোলাপ ও তার পিতা জহুরুলসহ ৪ জনের বিরুদ্ধে ১৯৯৮ সালের ৫ জুন চার্জশীট দাখিল করে। এর মধ্যে মামলা চলাকালে এক ব্যক্তির মৃত্যু হয়  বলে এপিপি জানান। মামলায় এক জন স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়। স্বাক্ষ্য প্রমান শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বুধবার মামলার রায়ে আদালত ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।