বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নতুন মেহরাব নির্মানসহ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। জেলা পরিষদের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে আধুনিক মেহরাব, ঈদগাহ মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা, সাইড ওয়াল নির্মান কাজ হবে। পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর আলহাজ শেখ এর উদ্যোগে সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় সরকার মন্ত্রনালয় এ অর্থ বরাদ্দ করেছেন। শীঘ্রই এই উন্নয়ন কাজ শুরু হবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সৈয়দ সার্জিল আহমেদ টিপু, জেলা আ’লীগ নেতা তপন চক্রবর্তী, আল রাজি জুয়েল, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ, সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী জিএম সাকলাইন বিটুল, যুবলীগ নেতা শেখ ইয়াসিন মক্কি, স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম হোসেন, কৃষকনেতা আখতারুজ্জামান তুষার।
পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ জানান, দৃষ্টিনন্দন আধুনিক মেহরাব নির্মান সহ ঈদগাহ মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা হবে। শীঘ্রই নির্মান কাজ শুরু হবে। মাননীয় সংসদ সদস্য’র আন্তরিক প্রচেষ্টায় অর্থ বরাদ্দ করেছে জেলা পরিষদ। এজন্য তিনি কৃতজ্ঞতা জানান।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপু বলেন, বগুড়া জেলা পরিষদ জেলার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বগুড়া জেলার উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মাধ্যমে। আমরা এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, সারাদেশের ন্যায় বগুড়াতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। বগুড়ার সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। সেই উন্নয়ন কর্মকান্ডগুলো এখন দৃশ্যমান। উন্নয়নের ধারা অব্যহত রাখতে বগুড়াবাসী আবারো নৌকার পক্ষে রায় প্রদান করবে ইনশাল্লাহ।