ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৮ জুলাই ২০২৩ ১১:৩৯:০০ পূর্বাহ্ন | দেশের খবর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস। 
আজ শুক্রবার  (৭ জুলাই) বিকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র  ফাতেহা পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ  পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয় ।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাসার খায়ের, গোপালগঞ্জ সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, গোপালগঞ্জ  জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তাসহ জেলার পাঁচটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।