ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১
আলোচনা সভায় সাংবাদিক নেতারা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের নিপীড়িত জনতার মুক্তির সনদ

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৭ মার্চ ২০২২ ০৬:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

৭ মার্চের আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধুমাত্র বাঙালি জাতির নয়, বরং সারা বিশে^র নিপীড়িত জনতারই মুক্তির সনদ। একটি ভাষণের মধ্যদিয়ে তিনি দিশাহীন জাতিকে ঐক্যবদ্ধই শুধু করেননি, সেইসঙ্গে তাঁদের শত্রুর মোকাবেলায় উজ্জীবিত করেছেন, নিজেদের স্বাধীকার আদায়ের পথ দেখিয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে) আয়োজিত যৌথ আলোচনা সভায় বক্তারা একথা বলেন। বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম কাওছার ও মাসুদুর রহমান রানা, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, সাবেক সাহিত্য সম্পাদক মেহেরুল সুজন, সিনিয়র সাংবাদিক মুরশীদ আলম, এম সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, মতিউর রহমান মতি, রাজু আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় ১৮ মিনিটের ভাষণ এতোটাই ছন্দবদ্ধ যে ৫১ বছর পরও তা মানুষকে উজ্জীবীত করে, প্রেরণা যোগায়। তাঁর এই ভাষণের কারণেই বাংলাদেশের মানুষ পাক বাহিনীকে মুক্ত করে স্বাধীনতা লাভ করে। তাঁর সেই ভাষণের সারবত্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।