ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

বাউফলে ভূমিহীন–গৃহহীন পরিবারের শতভাগ পুনর্বাসন পর্যালোচনা সভা

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ১০:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
পটুয়াখালীর বাউফল উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পূনর্বাসন বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন – গৃহহীন ( ক শ্রেণি) পরিবারকে দুই শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশে ভূমিহীন – গৃহহীন ( ক শ্রেণী) পরিবারের হালনাগাদ তথ্য এবং জেলাসমূহের কর্মপরিকল্পনা অনুসারে দেখা যায় কোন উপজেলায় চলমান তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত গৃহ নির্মাণের মাধ্যমে।
 
গতকাল  বুধবার  সকাল ১১ টায় উপজেলা পরিষদের  হল রুমে  উপজেলা প্রশাসন এর আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা   আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক কামাল হোসেন,  বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহেদ আহম্মেদ চৌধুরী, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন প্রমূখ।
এছারও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাউফল   প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক (আলকাছ মোল্লা),  কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু,  নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান   রুবেল তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিক বৃন্দ।