ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

বানভাসী মানুষের পাশে সিলেট জেলা যুবলীগ

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জুন ২০২২ ১২:৫৯:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। নেই কোন নিরাপদ আশ্রয়স্থল। ৪ দিন থেকে খাবারের অভাবে হাহাকার করছেন বন্যার্তরা। চারদিকে শুধু পানি আর পানি। বাড়ি ঘরের কোন চিহ্ন নেই। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে, গবাদিপশু ভেসে যাচ্ছে। কয়েক লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়িতে যাওয়ার কোন ব্যবস্থা নেই। লক্ষ লক্ষ টাকার গোলা ভরা ধান পানিতে তলিয়ে গেছে।

সবকিছু ছেড়ে মানুষজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেখানেই নেই খাবার ও পানি। আশ্রয়কেন্দ্রেও বেঁচে থাকার লড়াই করছেন বানবাসীরা। সেই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখেলের নির্দেশে ৫ম দিনের মতো বানবাসী মানুষের মাঝে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি শুকনো খাবার, জরুরী ঔষুধপত্র বিতরণ করছে সিলেট জেলা যুবলীগ।

সোমবার (২০ জুন) কোম্পানীগঞ্জের দুর্গম এলাকায় আশ্রয়কেন্দ্র,বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।

এসময় সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।