ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

মাজেদুল ইসলাম হৃদয়, | প্রকাশের সময় : সোমবার ১২ ডিসেম্বর ২০২২ ০৬:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর



‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বালিয়াডাঙ্গী চৈারাস্তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল বর্মন, উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা বানু প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।