ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ঘাস ধুতে গিয়ে মল্লিকা রানী (১২) ও ময়না রানী (১০) নামে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। আরও একজন অসুস্থ্য অবস্থায় বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পর এলাকায় শোকের ছায়া নেমেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভানোর ইউনিয়নের আরাজি দূর্লোভপুর গরপাড়া গ্রামের সইন্দরের পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মহেন চন্দ্রের মেয়ে ও নেকমরদ কুসুমউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মল্লিকা রানী (১২) ও একই গ্রামের মালা রামের মেয়ে গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী ময়না রানী (১০)। অসুস্থ্য অবস্থায় চিকিৎসা নিচ্ছেন পঞ্চম শ্রেণীর ছাত্রী বিঘানু চন্দ্রের মেয়ে প্রিথী (১১)।
ঘটনাটি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঘাস তুলে ৫জন সইন্দরের পুকুরে ঘাস ধুতে গিয়ে ময়না রানী পুকুরে তলীয়ে যাচ্ছিল। এসময় তাঁর খালাতো বোন মল্লিকা রানী ও প্রিথী বাঁচাতে গেলে তারাও পুকুরে তলীয়ে যায়। এসময় বাকী দুই সহপাঠী দৌড়ে গিয়ে স্থানীয়দের খবর দিলে প্রিথীকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে। এবং রানী (১২) ও ময়না রানী (১০) কে মৃত অবস্থায় উদ্ধার করের।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।