ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বালুবাহী ট্রাক বিকল: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

হাসান সিকদার, টাঙ্গাইল | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ ০২:৫৯:০০ অপরাহ্ন | দেশের খবর
ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি বালুবাহী ট্রাক বিকল হওয়ার কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও যানজটের কবলে আটকে পড়েন পরিবহন। ফলে ভোগান্তি পড়েন চলাচলরত পরিবহনের চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। 

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, বালুবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের সল্লা এলাকায় ৩নং ব্রিজের উপর পৌঁছলে ট্রাকটির এক্সেল ভেঙে যায়। এতে করে ঢাকাগামী লেনে থেমে যানজট সৃষ্টি হয়।

 

তিনি আরও জানান, বিকল হওয়া ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে কোন যানজট নেই। স্বাভাবিক গতিতেই চলাচল করছে সবধরণের পরিবহন। তবে, যানজট এড়াতে সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে পুলিশ।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ট্রাক বিকলের কারণে সকালে মহাসড়কের রাবনা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। পরে দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি সরানো হয়। এখন স্বাভাবিকভাবেই পরিবহন চলাচল করছে। কোন যানজট নেই।