বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর আহবানে আজ থেকে ৪৮ ঘন্টার হরতাল সাড়া নেই বগুড়ার মানুষের। বগুড়া শহর ও সড়ক মহাসড়কে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বগুড়া শহরের নিউ মার্কেট সহ দোকান পাট খোলা রয়েছে। সড়ক মহাসড়কে এবং শহরের গুরুত্বপূর্ণস্থান গুলোতে পুলিশ র্যাব মোতায়েন রয়েছে।
এদিকে হরতালে পক্ষে বিএনপি শহরের মফিজ পাগলার মোড় এলকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ ঘটনাস্থলে আসলে তারা চলে যায়। পরে তারা শহরের ঠনঠনিয়া সিটি স্কুলের সামনে সমাবেশ করে। এসময় এখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করলেও তা বিস্ফোরণ হয়নি।
শহরের গুরুত্বপূর্ণস্থান ও সড়ক মহাসড়কে পুলিশ, র্যাব টহল দিতে দেখা গেছে। এছাড়া বগুড়ায় কোন অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।