ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : বুধবার ৫ অক্টোবর ২০২২ ০৮:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার নাম ইউসুফ আলী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 

মঙ্গলবার বিকালে উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৩নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। 

ইউসুফ আলী ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামের আকবর আলীর ছেলে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জানান, শাহানাবাদ গ্রামের ইউসুফ আলীসহ তিন যুবক মঙ্গলবার বিকালে ধর্মগড় সীমান্তে ৩৭৩নং পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় সীমান্তের ডাঙ্গীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, ইউসুফকে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি জটিলতা এড়াতে অপর দুজন গা-ঢাকা দেওয়ায় তাদের নাম জানা সম্ভব হয়নি।

রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।