বনাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিহঙ্গ ঝিনাইদহ’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিহঙ্গ ঝিনাইদহ’র প্রতিষ্ঠতা পরিচালক শাহিনূর রহমান লিটনের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, সদর উপজেলা পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, এসএটিভি’র জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাব এবং টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সহ-সভাপতি ফয়সাল আহমেদ, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, অঙ্কুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইছাহাক আলী, রুবেল পারভেজসহ অন্যান্যরা।