ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ মেম্বার পদে ৩৬৬ জন ও সংরক্ষিত নারী আসনে ৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিয়নীবাজার উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাঁচজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এবার ইউপি নির্বাচনে বিএনপি, জামায়াত থেকে নির্বাচন না করায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে একাধিক আওয়ামী লীগের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, বিয়ানীবাজারের ১০টি ইউনিয়নের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার ৬০ জন চেয়ারম্যান পদে, মেম্বার পদে ৩৬৬ জন ও সংরক্ষিত নারী আসনে ৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।