ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা ডা: পুলিন বিহারি শীল মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

আব্বাস সিদ্দিকী কুতুবদিয়া: | প্রকাশের সময় : শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ ০৯:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 

কুতুবদিয়ার সন্তান, বীর মুক্তিযোদ্ধা ডা: পুলিন বিহারি শীল আর নেই। শুক্রবার ভোর সাড়ে ৫ টায় চট্টগ্রামে নিজ বাসভবনে ডা: পুলিন বিহারি শীল (৭৫) পরলোক গমন করেন। তিনি বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনীসহ বহুস্বজন, আত্মীয়বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মরদেহ নিজ বাড়ী কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় পৌছলে শুক্রবার বিকাল ৫ টায় শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে দেশের অন্যতম বীর মুক্তিযোদ্ধা ডা: পুলিন বিহারি শীল। উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো শেষে পারিবারিক শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।