ঢাকা, শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় আগাম টমেটো চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ০৩:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

শীতকালীন আগাম টমেটো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারদর ভাল হওয়ায় টমেটো বাজারে তুলতে জমিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলার চাষিরা।

সরেজমিনে দেখা গেছে, শীতকালীন সবজি লাউ, কুমরা, সীম, করলা, শশা চাষের পাশাপাশি আগাম টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এখানকার চাষিরা। উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাস ধরনের টমোটো চারা জমিতে লাগিয়েছেন চাষিরা। বিশেষ পদ্ধতিতে কৃষকরা টমোটো ফলানোর নানা রকম কৌশলে অবলম্বন করছেন। বাঁশের লম্বা সাঁড়িবদ্ধ মাঁচায় টমোটো গাছ গুলোকে দাঁড় করিয়েছেন। গাছে প্রতি পাতা ফাঁকে ঝাঁকে ঝাঁকে ঝুলছে টমোটো। 

জেলা সদরের সুলতানপুর, আখাউড়া মনিয়ন্দ, নবীনগর ও নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে এ টমোটো চাষের দৃশ্য চোখে পড়ছে।

টমেটো চাষি ইদ্রিস মিয়া বলেন, শীতকালীন আগাম টমোটো চাষ করে আমরা লাভের মুখ দেখছি। বর্তমানে বাজারদর ভালো, বাগান থেকে পাইকাররা প্রতিমণ টমোটো চার হাজার টাকা দরে কিনে নিচ্ছেন। চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখানকার সবজি চালান হয়ে থাকে। 

নাসিরনগরের আরেক চাষি বকুল মিয়া জানান, ৮ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এলাকার কয়েক হাজার চাষি এ বছর ব্যাপক ভাবে জমিতে আগাম উচ্চফলনশীল জাতের টমেটো আবাদ করেছেন। এসব টমেটোর ভালো বাজার দর পাওয়া যাবে বলে আশা করছি। 

জেলা কৃষি অফিস জানান, কৃষিকাজে এখানকার চাষিরা বেশ তৎপর। বিশেষ করে সবজি চাষে চাষিরা বেশ সাফল্য এনেছেন। আগাম টমেটো চাষের প্রতি দিনদিন চাষিরা ঝুঁকছেন। স্থানীয় কৃষি অফিস থেকে চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ দেওয়া হয়। পাশাপাশি টমেটো চাষের জন্য সবধরণের পরামর্শ ও সহায়তা দেওয়া হয়ে থাকে।

বায়ান্ন/প্রতিনিধি/একে