ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীর রগ কর্তন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ জানুয়ারী ২০২৩ ০৮:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর
 
ব্রাহ্মণবাড়িয়া শহরে বোনের বাসায় থেকে মাদ্রাসায় অধ্যয়নরত কিশোরী সামিয়ার হাত-পা ও গলার রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের মেড্ডা এলাকায় পৈশাচিক এই ঘটনার শিকার মাদ্রাসাছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আহত সামিয়া আক্তার (১৫) জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) গ্রামের রাশেদ মিয়ার মেয়ে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন।
 
 
হাসপাতাল এবং পরিবার সূত্রে জানা যায়, সামিয়ার বোন সকালে সামিয়া ও তার এক ভাগ্নিকে বাড়িতে রেখে বাজারে যায়। সামিয়ার ভাগ্নি ছাদে যায়। এর কিছুক্ষণ পরই সামিয়ার আর্তচিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালাসহ প্রতিবেশিরা দৌড়ে তার কক্ষে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান সামিয়া মেঝেতে পড়ে ছটফট করে কান্না করছে। তার গলা, দুই হাত ও পায়ের রগ কাটা। দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে সার্জারী বিভাগে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেন। আড়াইশ' শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'আহত কিশোরী শঙ্কামুক্ত রয়েছেন।
 
 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে। হামলাকারীকে তারা কাউ দেখেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।' (ছবি : মেইলে সংযুক্ত)