ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিল্লাল মিয়া (৬০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি গ্রাম্য সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল মিয়া উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, রোববার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। রাতে আর বাড়ি ফিরেনি। সোমবার সকালে সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পিঠে ছুরির আঘাত রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বায়ান্ন/প্রতিনিধি/একে