পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে নিজের বসতবাড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় শনিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও স্থানীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবের বাবা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে আগুন লেগে যায়। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হলেও হাঁটাচলার অক্ষমতার কারণে আব্দুল হামিদ বের হতে পারেননি। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় অগ্নিকান্ডে আনুমানিক ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে জানান তারা।
নিহতের ছেলে মাহবুব বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে কিছুটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।
এ বিষয়ে ভাঙ্গুড়া অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পর ভাঙ্গুড়া থানা-পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে