ভোলায় মরহুম বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আলী আকবর বড় ভাইর স্ত্রী মরহুমা বিলকিস ভানুসহ তার ৫ বোনের পৌত্রিক জমি দখল করে দোকান ঘর নির্মান করছে ভুমি দস্যু মুছা গংরা। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে ভোলা সদর মডেল থানায় ভগ্নপতি ও বোনের স্বামী-মিজানুর রহমান অভিযোগ দিলে শুক্রবার দুপুরে ওসি তদন্ত ঘটনাস্থল থেকে ২ লাঠিয়ালকে আটক করে। এর প্রতিবাদ জানিয়ে, দ্রুত ভুমি দস্যুদের গ্রেপ্তার করে শাস্তি প্রদানসহ জমি দখল মুক্ত করার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। শুক্রবার (৮মে) দুপুরে ভোলা সদর শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ৬নং ওয়ার্ডের চৌমুহনীতে এঘটনা ঘটে।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, বিলকিস ভানুরা ৫ ভাই ৫ বোন। তাদের বাবা আব্দুল ওহাব হাওলাদারের মৃত্যুর পরে নিজেদের মধ্যে জমি ভাগ করা হয়। বোনদেরকে ৫২৫ নং খতিয়ানের ১০৩৫ নং দাগের (ছন ক্ষেত নামক) ১৮ শতাংশসহ বিভিন্ন খতিয়ান ও দাগে ১ একর জমি দেয়া হয়। শান্তি পূর্নভাবে ভাই-বোনেরা জমি ভোগ করে। ছন ক্ষেতের ১৮ শতাংশ জমির উপর লোভ পরে তাদের চাচাতো ভাই মুছা গংদের। তারা কয়েক বছর যাবত জোর পূর্বক ওই জমি দখল করে নেয়ার চেষ্টা করে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ভুমি দস্যুরা পিছু হটে। পানির দামে জমি বিক্রি করার জন্য ৫ বোনকে প্রস্তাব দেন ওই ভুমিদস্যুরা। তারা জমি বিক্রি করতে অস্বিকৃতি জানালে ভুমি দস্যু মুছা কালিমুল্লাহ হা, আবু সায়েদ , আবুল খায়ের , তহমিন, মোসলেহ উদ্দিনের ছেলে রিমন, সিয়াব গংরা মিলে ১৫-২০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে বৃহস্পতিবার রাতে জমিতে দোকান ঘর নির্মান শুরু করে। শুক্রবার দুপুরে সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরমান হোসেন সঙ্গীয় টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে ২ লাঠিয়ালকে আটক করে এবং ভুমি দস্যু ও অন্য লাঠিয়ালেরা পালিয়ে যায়। তহমিনা, আবু সায়েদ, মুসা, রিমন মিলে-ওই জমি মালিকদেরকে ভোগ করতে দিবেনা, জমিতে কোন অংশিদার গেলে তাদেরকে পিটিয়ে তাড়িয়ে দিবে, বিভিন্ন মামলা দিয়ে ভোগাবেন এবং অভিযোগ কারী মিজানকে ওই এলাকায় পেলে পিটিয়ে হাত-পা ভেঙ্গে, সাইকেল মটর পুড়িয়ে দেয়া, বিভিন্ন মামলায় ফাসানো, হত্যা করে লাশগুমসহ বিভিন্ন হুমকি প্রদান করেন। এই ঘটনায় মিজানুর রহমান নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ৩ জনের নাম উল্ল্যেখ করে থানায় সাধারন ডায়রী করেন। যার নং-৩৮৪, তারিখ-০৮.০৪.২০২২ ইং। বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখল করার প্রতিবাদ জানিয়ে, দ্রুত ভুমি দস্যুদের গ্রেপ্তার করে শাস্তি প্রদানসহ জমি দখল মুক্ত করার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ, শফিকুর রহমান,আবু তাহের, ওহিদুর রহমান, মাহমুদুর রহমান হিরন, মাহফুজুর রহমান, মোঃ কাঞ্চনসহ অনেকে।