যশোরের মনিরামপুরে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেল্প এর আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রশিক্ষক তরিকুল ইসলামের সঞ্চালনায় ১৫ জুলাই সোমবার মনিরামপুর পৌরসভার সভা কক্ষে পৌরসভা পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাল্যবিবাহ বন্ধে দুইটি দল গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাহমুদুল হাসান ব্রাকের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর অনিমা মিত্র, অফেলা খাতুন,গীতা রানী কুন্ডু, হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজীম, পৌরসভার কাজী সবুজ ইসলাম সহ কাউন্সিলরগণ ও পৌর সভায় অবস্থিত বিদ্যালয়ের শিক্ষকগণ। অনুষ্ঠানের সার্বিক সহজোগিতা ও তত্বাবধানে ছিলেন ব্রাকের সেল্প অফিসার ওয়াদুদ ইসলাম।