ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১

মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:২২:০০ অপরাহ্ন | জাতীয়

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ইসিকে এই নির্দেশনা বাস্তাবায়ন করতেও বলা হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রিটের শুনানির পর বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ. কে. এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও মো. ওমর ফারুক। আর ইসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

রিটকারীর পক্ষের আইনজীবি জানান, এর আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন না দেয়ায় দলটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল পিটিশনার হয়ে হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন।

কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে, নির্বাচন কমিশনের আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।