মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মির্জাপুরে মানসিক ভারসাম্যহীন নাতির কোদালের আঘাতে নানির মৃত্যু হয়েছে। সোমবার ০৩ জুলাই ২০২৩ ইং, দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাপট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত নানি জোবেদা খাতুন (৯৭)। আর নাতির নাম মনসুর আলম (২৭)।
শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম পাঠান বলেন, সোমবার দুপুর এক টার সময় জোবেদা খাতুন বিছানায় শুয়ে ছিলেন। এসময় মানসিক ভারসাম্যহীন মনসুর মাটি কাটার কোদাল নিয়ে তার নানির মাথায় আঘাত করে। সেখানেই তার নানী মারা যায়।
তিনি আরও বলেন, মনসুর মানসিক ভারসাম্যহীন। সে ওই গ্রামের বজলুর রহমানের ছেলে।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে তিনি জানান।