ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

মানুষের মত মানুষ হতে হবে

কামরুল হাসান: | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৯:৩৩:০০ অপরাহ্ন | সাহিত্য

মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গিয়ে অনেকের সাথেই মিশতে হয়। তাই  বিভিন্ন কারণে মানুষ  অতি সহজেই মানুষ থেকে অমানুষ হয়ে যায়। এ অমানুষেরা হাজার চেষ্টাতেও মানুষ হয় না। যেমন- ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে অমানুষ হিসেবে মীর জাফর এর নাম রয়ে যাবে। সমাজে ওই সব মীর জাফররূপী অমানুষরা নানাভাবে ক্ষতি করে আসছে। ইচ্ছা করলেই তারা সহজে মানুষের কাতারে ফিরে আসবে না। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ পেলে গরু আর গাধাও মানুষ হয়। এর প্রকৃষ্ট উদাহরণ: যখন কোন শিক্ষক বা প্রশিক্ষক তার ছাত্রকে উদ্দেশ্য করে বলেনÑ কত গাধাকে পিটিয়ে মানুষ করলাম, আর তুই কোন্ ছার। আবার কোন অভিভাবক যখন তার অবাধ্য সন্তানকে সুশিক্ষার মাধ্যমে মানুষের মত মানুষ করার অনুরোধে কোন শিক্ষক বা ওস্তাদের উদ্দেশ্যে বলেনÑ দেখুন তো আমার এ গরুটাকে মানুষ করতে পারেন কি না? এ ক্ষেত্রে বুঝা যায়, উপযুক্ত শিক্ষা ও তা’লিমের মাধ্যমে গরুও (অবাধ্য সন্তান) মানুষ হয়। মুদ্দা কথাÑ আসলেই একটা গরুকেও নিয়ম করে সঠিক তা’লিম দিলে সেও বশ মানে। অর্থাৎ তার মনিবের কথা মেনে চলে। যেমনÑ হাল চাষের ক্ষেত্রে গরু তার মনিবের ডান-বাম নির্দেশ সূচারুরূপে মেনে  চলে। তদ্রƒপ, গাড়ি টানার ক্ষেত্রেও তার মনিবের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। এমন কি অনেক সময় অন্যের ক্ষেতের ফসল খাওয়ার জন্য যখন এগিয়ে যায়। তার মনিব টের পেয়ে দূর থেকে হাক-ডাকের মাধ্যমে নিষেধ করে থাকে। তখন গরুটি তার মনিবের কথা মেনে সেখান থেকে ফিরে আসে। কিন্তু একজন মানুষ তার আপনজন, অভিভাবক, শিক্ষক, ওস্তাদ ও নেতার কথা মেনে  চলে না। বরং অনেক ক্ষেত্রে তার পুরো উল্টোটাই করে বসে। তাই বর্তমান প্রজন্মের সন্তানেরা বিপথগামী হচ্ছে বেশি। এ জন্য সবচেয়ে বেশি দরকার মানসিকতার উন্নয়ন। তাই বলতে হয়Ñ “প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না।” একজন সন্তানকে মানুষের মত মানুষ হিসেব গড়তে চাইলে তার উপযুক্ত পরিবেশ, দিক নির্দেশনা, শিক্ষা ও প্রশিক্ষণ অতি জরুরি। এ কাজে পরিবার, আপনজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শিক্ষকসহ সর্বোপরি সরকারের সংশ্লিষ্ট বিভাগ/দপ্তরের কর্তা ব্যক্তিগণের সহযোগিতা অপরিহার্য। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে সেভাবেই গড়ে ওঠার পথকে সুগম করতে হবে।

(লেখক: সাংবাদিক, ফিচার ও কলাম লেখক এবং ডিরেক্টর, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, ঢাকা এবং সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা।)