ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১
রায়পুর উপজেলা আ'লীগ সম্মেলনে সভাপতি

মামুন -বাবুল সভাপতি পদে মনোনীত

মো.ওয়াহিদুর রহমান মুরাদ, করেসপন্ডেন্ট : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ মে ২০২২ ০৬:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

দীর্ঘ ১৯ বছর পর রায়পুর উপজেলা আ'লীগ সম্মেলনে সভাপতি মামুনুর রশিদ এবং  সাধারন সম্পাদক পদে রফিকুল হায়দার বাবুল পাঠান পদ দুইটিতে ভোটের বিপরীতে মনোনীত করেছেন জেলা ও কেন্দ্রীয় কমিটি। 

 

 মঙ্গলবার ৩১ই মে সকাল ১১টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপির চমকে প্রায় দু'দশক পর উপজেলা আওয়ামীলীগ সম্মেলন সম্পর্ন হয়েছে সুশৃঙ্খলভাবে।

 

 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চূয়ালি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বিশেষ বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, মোহাম্মদ আলী খোকন সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।

 

  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন এর সঞ্চালনায়  অনুষ্ঠানটি পরিচালনা হয়। উপজেলা আওয়ামীলীগ এর সম্মেলনে অন্তত দুই ডজন নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। রাজনীতিতে অবদানের কথা তুলে ধরে তারা ইতোমধ্যে কেন্দ্র, জেলা, উপজেলাসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। 

 

উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি পদে যারা প্রার্থী হয়েছান তারা হলেন, মামুনুর রশীদ(এম,এ) বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা আওয়ামীলীগ। এড. মিজানুর রহমান মুন্সী(এম,এস,সি), সদস্য, উপজেলা ও জেলা আওয়ামীলীগ তিনি সাবেক সাঃ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি। যিনি আগের সম্মেলনে সভাপতি পদে মরহুম দুলাল চৌধুরীর সাথে ৩ ভোটে হেরেছেন।সাইয়েদুল বাকিন ভূইয়া(এম,এ), সাবেক ছাত্রনেতা। বিশিষ্ট ব্যাবসায়ী, শিক্ষানুরাগী তিনি সাবেক বিমানমন্ত্রী শাহজাহান কামাল এমপির জামাতা।মামুনুর রশীদ(বি,এ), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৮৯-১৯৯১)। নবী মাহেনুর করিম মান্নু চৌধুরী(বি,এ)  কেন্দ্রীয় হকার্স লীগের নেতা। রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বকুল চৌধুরীর সহোদর।

 

সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছিলেন,  উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, সাংগঠনিক সম্পাদক কাজি নাজমুল কাদের গুলজার,যুগ্ম সাধারণ  সম্পাদক হারুনুর রশিদ,  বর্তমান মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া,যুবলীগের সাবেক আহবায়ক কামরুল হাসান রাসেল,  সাবেক ছাত্রলীগ নেতা শফিক খান ,ইউছুপ আজম সিদ্দিকী এবং সাজ্জাদুল ইসলাম তুষার  ১০ জন  মাঠে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছিলেন

 

উল্লেখ্য , ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন হয়েছিল। ২০০৩ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (দুলাল) চৌধুরী সভাপতি এবং রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ৬৭ সদস্যের এই কমিটির সভাপতিসহ ইতিমধ্যে ২১ নেতাই মারা গেছেন।