ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মালবাহী ট্রেনের ৫ চাকা লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ২০২২ ০৫:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ঢাকা: টঙ্গী ব্রিজের দক্ষিণ পাশের রেল লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় পুরো রেল লাইনটি বন্ধ হয়ে গেছে। 

 

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তুরাগ ব্রিজের দক্ষিণ পাশের রেল লাইনটি বন্ধ রয়েছে। তবে পাশের লাইনটি চালু আছে।

জানা গেছে, টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির একটি বগির পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন ও কয়েকটি বগি টঙ্গী স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিসহ দুটি বগি এখনও লাইনের ওপর রয়েছে।

বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লাইনচ্যুত হওয়ায় অন্য রেল চলাচল বন্ধ রয়েছে। লাইনটি চালু করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপর লাইনটি সচল রয়েছে।