ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাইসমিলে নারী শ্রমিক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০৮:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

প্রতিদিনকার মত শ্রমিকরা কাছ করছিলেন রাইস মিলে। গতানুগতিকভাবে যানবাহন চলাচল করছিল সড়ক বেয়ে। হঠাৎ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে ঢুকে পড়ে রাইস মিলে। এতে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যান নূরজাহান বেগম(৫৫) নামের এক চাতাল শ্রমিক। আহত হন আরও দুই জন। ঘটনাটি সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কের আলালপুর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম ওই এলাকার ইসলাম উদ্দিনের স্ত্রী। তিনি আরিফ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে শেরপুর যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার আলালপুর মোড় নামক স্থানে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী ও একটি সিএনজিকে চাপা দিয়ে আরিফ অটোরাইস মিলে ডুকে পরে। 

এতে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিক মারা যান এবং সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।