ঢাকা, বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

যা রটেছে তা কুরুচিকর, বনির সঙ্গে আর ছবি করব না: ঋত্বিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০২:৫৮:০০ অপরাহ্ন | বিনোদন

ওপার বাংলার অভিনেত্রী ঋত্বিকা সেন। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন পাঁচ বছর বয়সে। অপর্ণা সেন, সৃজিত মুখার্জী, কৌশিক গাঙ্গুলী, রাজ চক্রবর্তীর মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন তিনি। নিজের অভিনয়গুণ ও রূপ দেখিয়ে খুব অল্প সময়েই দর্শকদের জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী।

২০১৪ সালে বরবাদ ছবিতে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধেন ঋত্বিকা সেন। এরপর ‘লাভ স্টোরি’ ছবিতেও পর্দা ভাগ করেন তারা। এরপর গুঞ্জন ওঠে, বনির সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আছেন অভিনেত্রী। কিন্তু এগুলো নাকি মিথ্যে রটনা ছাড়া কিছুই না, এমনটাই জানালেন এই ঋত্বিকা।

469596887_18478110934006189_2005783885932858212_n

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋত্বিকা এমনটাই বোঝালেন, বনির সঙ্গে প্রেম নিয়ে যা রটেছে তা অনেকটা কুরুচিকর।

নায়িকার কথায়, ‘আমার সঙ্গে বনির প্রেম কোনোকালেই ছিল না, এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয়, যে কারও নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টাপাল্টা বলব।’

ঋত্বিকা আরও বলেন, ‘অনেকে বলে, অতীতে বলেছে খারাপ লেগেছে। আরও ভালো হলো। বহুদিন ধরে, মিথ্যে আমি দেখে আসছি। আগে কোনোদিন কিচ্ছু বলিনি।  কিন্তু এবার বলতে হয়, বনি কোনোদিন আমার প্রেমিক ছিল না। আমি আর ওর সঙ্গে কোনোদিন ছবি করব না।’

471151825_18481098532006189_2102073350378718933_n

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ ছবিতে তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো সিনেমা অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা।